মুকেশ অম্বানির ছেলের প্রাক বিয়ের অনুষ্ঠানে চাঁদের হাট
Updated : 29 Feb, 2024 8:12 PM
AE: Abhijit Roy
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee
মুম্বই: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি (Anant Ambani)। শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তার জন্য ১ মার্চ থেকে ৩ মার্চ গুজরাতের জামনগরে (Jamnagar) বসছে প্রাক বিয়ের অনুষ্ঠান।
জানা গিয়েছে, অতিথিদের জন্য চার বেলা ভুরি ভোজের আয়োজন রাখা হয়েছে। থাকছে থাই, জাপানিজ, মেক্সিকান, পার্সি, প্যান এশিয়ান খাবার। সকালের জল খাবারে থাকছে ৭৫টি ডিশ। তাতে ২৭৫ রকমের পদ থাকছে। সারারাত অনুষ্ঠান চলবে। রাতের খাবারে থাকছে ৮৫ রকমের পদ।
Tags: