Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

কালীপুজোয় ‘দূষণে’ দিল্লিকে টেক্কা এই শহরগুলোর!

Updated : 13 Nov, 2023 5:56 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: কালীপুজো (Kali Puja 2023) বা দিওয়ালিতে (Diwali 2023) রাতভর আলর রোশনাইয়ের পাশাপাশি জ্বলেছে বাজি। দেদার বাজি পোড়ানোর জেরে ফের বিষাক্ত দিল্লির বাতাস। শুধুমাত্র রাজধানী নয়, সঙ্গে পাল্লা দিয়েছে দেশের আরও দুই মেট্রো সিটিও। পাশাপাশি, বিশ্বের সর্বাধিক দূষিত ১০ শহরের তালিকায় নাম উঠেছে। স্বাভাবিকভাবেই যা দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবেশবিদদের।

জানা গিয়েছে, সোমবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স-র সূচক পৌঁছে গিয়েছে, ৪২০-তে। পাশাপাশি উঠে এসেছে কলকাতা ও মুম্বইয়ের নামও। বিশ্বের প্রথম ১০টি দূষিত শহরের তালিকায় যথাক্রমে চার ও আট নম্বরে রয়েছে এই দুই মেট্রো সিটি।