Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ জুলাই ২০২৪ |
K:T:V Clock

স্বস্তিতে শাহরুখ-অমিতাভ, খারিজ মামলার আবেদন

Updated : 17 May, 2024 7:38 PM
AE: Pratyay Das
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

মুম্বই: সমাজে খ্যাতনামা ব্যক্তি হয়েও গুটখা বা তামাকজাত দ্রব্যের প্রচারে সমাজে কুপ্রভাব পড়ছে, সেই মর্মেই শাহরুখ খান (Shah Rukh Khan), অজয় দেবগণ, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে সুনীল গাভাসকর সহ একাধিক তারকার বিরুদ্ধে আদালতে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানিয়েছিল একাধিক ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংস্থা। সেই মামলার আবেদনই খারিজ করে দিল বম্বে হাইকোর্ট (High Court of Bombay)।

বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি আরিফ এস ডক্টরের বেঞ্চের তরফে জানানো হয়েছে যিনি পিটিশন করেছেন তিনি ভালো মতো পড়াশোনা না করেই কোর্টের কাছে এসেছেন। এমনকি তাঁর পিটিশনও নাকি সঠিক ভাবে ফাইল করা হয়নি। পাশাপাশি বম্বে হাইকোর্টের তরফে পিটিশন দাখিলকারী স্বেচ্ছাসেবী সংস্থা যশ ফাউন্ডেশনকে ভবিষ্যতে এসব পিটিশন দাখিল করার আগে সচেতন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।