Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

গ্রেফতার বাংলাদেশের সাংবাদিক মুন্নী সাহা

Updated : 1 Dec, 2024 4:16 PM
AE: Samra Saha
VO: Subhangi Mukhopadhyay
Edit: Dipa Naskar

ওয়েব ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) সাংবাদিক মুন্নী সাহা (Munni Saha)। শনিবার রাতে ঢাকার কারওয়ান বাজারের আইসিটি বিভাগের ভিশন ২০২১ টাওয়ার থেকে বেরোনোর সময় তিনি গ্রেফতার হন। এদিন মুন্নী সাহাকে কারওয়ান বাজার এলাকায় স্থানীয়রা ঘিরে ধরে। চলতে থাকে ভারতবিরোধি স্লোগান “ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান”।

বাংলাদেশ পুলিশ এসে মুন্নী সাহাকে উদ্ধার করে হেফাজতে নেয়। এরপর পুলিশ গিয়ে তাকে তেজগাঁও থানায় নেয়। সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গত জুলাই অগস্টে কোটা আন্দোলনে নাঈম হাওলাদার নিহতের ঘটনায় বাংলাদেশের যাত্রাবাড়ি থানায় একটি মামলা হয়েছে। মামলা করেছেন নিহত শিক্ষার্থীর বাবা কামরুল ইসলাম।

মামলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ একাধিক পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের সদস্য, ৱ্যাপবাহিনী ও যে সাতজন সাংবাদিকের নাম দেওয়া হয় তাদের একজন মুন্নী সাহা। ইতিপূর্বে ৬ অক্টোবর মুন্নী ব্যাঙ্কের নথি চেয়ে পাঠায় বাংলাদেশের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্টস ইউনিট। চিঠিতে মুন্নী সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রিপ, এক্সচেঞ্জ, লকার ও যাবতীয় ব্যাঙ্কের তথ্য চাওয়া হয়। প্রসঙ্গত, শনিবার দিনই হেফাজতে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন মুন্নী। আপাতত পরিবারের কাছে রয়েছেন তিনি।