
Abar Bibaho Obhijan | মিউজিক রিলিজেই অভিনবত্ব দেখাল ‘আবার বিবাহ অভিযান’
কলকাতা : বড়পর্দায় মুক্তির অপেক্ষায় ‘বিবাহ অভিযান’(Bibaho Obhijan)-এর সিক্যুয়েল ফিল্ম(Sequel Film) ‘আবার বিবাহ অভিযান’(Abar Bibaho Obhijan)।ট্রেলারের পর সম্প্রতি প্রকাশ্যে এসেছে সৌমিক হালদার(Soumik Haldar) পরিচালিত এই দমফাটা কমেডি ফিল্মের প্রথম গান ‘সবই মায়া’(Shab e Maya)।প্রসেনের(Prosen) কথায় এবং জিৎ গঙ্গোপাধ্যায়ের(Jeet Gannguli) সুরে গানটি গেয়েছেন আদিত্য দেব(Aditya Dev)।রবিবার নিউটাউনে হয়ে গেল ছবির জমজমাট মিউজিক রিলিজ(Music Release)।অনু্ষ্ঠানে এসেছিলেন ছবির মুখ্যতারকা অনির্বাণ ভট্টাচার্য,রুদ্রনীল ঘোষ,সৌরভ দাস,সোহিনী সরকার(Anirban Bhattacharya,Rudranil Ghosh,Sourav Das,Sohini Sarkar)।হাজির ছিলেন শহরের একঝাঁক প্রতিভাবান স্ট্রিট স্টাইল হিপ হপ ড্যান্সারও(Street Style Hip Hop Dancer)।তাদের পারফর্মেন্স দেখে রীতিমতো মুগ্ধ আবার বিবাহ অভিযান-এর অভিনেতা-অভিনেত্রীরা।নাচ,গান থেকে ভরপুর বিনোদন সবমিলিয়ে দারুণ জমজমাট ছিল ‘আবার বিবাহ অভিযান’-এর মিউজিক লঞ্চ।দীর্ঘ চার বছর অপেক্ষার পর অবশেষে মুক্তির অপেক্ষায় ‘বিবাহ অভিযান’-এর সিক্যুয়েল ‘আবার বিবাহ অভিযান’।ট্রেলারের পর প্রকাশ্যে এসে গেল ছবির প্রথম গানও।
রবিবার বৃষ্টিভেজা বিকেলে ছবির মিউজিক লঞ্চে এসে উচ্ছসিত অনির্বাণ,রুদ্রনীল, সোহিনীরা।বাড়তি পাওনা তিলোত্তমার ট্যালেন্টেড হিপ হপ আর্টিস্টদের ধামাকেদার পারফর্মেন্স।শিল্পীদের প্রশংসায় পঞ্চমুখ ছবির সব অভিনেতা-অভিনেত্রীরা।ছবির মিউজিক লঞ্চে অভিনবত্ব এনে সকলকে চমকে দিয়েছে ‘আবার বিবাহ অভিযান’-এর নির্মাতারা।চমকের যে এই শুরু তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।সেই আভাসই কিন্তু দিয়েছে টিম ‘আবার বিবাহ অভিযান’।আগামী ২৫মে বড়পর্দায় মুক্তি পাবে ছবি।
২০১৯ সালে মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্তের পরিচালনায় জমজমাট কমেডি ফিল্ম আবার ‘বিবাহ অভিযান’।সেই দমফাটা হাসির ছবি বক্সঅফিসে কিন্তু দারুণ ব্যবসা করেছিল।বাংলা কমেডি ছবির দীর্ঘ ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছিল অনুপম,রজত ও গণশা, এই তিন বন্ধুর দাম্পত্য জীবনের গল্প।ছবি বড় সাফল্য পাওয়ার পর থেকেই বাঙালি দর্শকের কাছে ‘বিবাহ অভিযান’-এর সিক্যুয়েল নিয়ে চাহিদা ছিল তুঙ্গে।অবশেষে আগামী ২১ মে ছবির সিক্যুয়েল আসতে চলেছে বড়পর্দায়।ছবির নাম ‘আবার বিবাহ অভিযান’।
ট্রেলারের পর সদ্যই মুক্তি পেয়েছে ছবির গান ‘সবই মায়া’।সিক্যুয়েলে অবশ্য বদলেছে সিক্যুয়েল ফিল্মের পরিচালক।বিরসা নন,’আবার বিবাহ অভিযান’ ছবিটি পরিচালনা করেছেন সৌমিক হালদার।যদিও বদলাননি ছবির তারকারা।তাই ‘বিবাহ অভিযান’-এর মতো ‘আবার বিবাহ অভিযান’-এও দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য,রুদ্রনীল ঘোষ এবং অঙ্কুশ হাজরাকে।তিন নায়িকার ভূমিকায় রয়েছেন সোহিনী সরকার,প্রিয়াঙ্কা সরকার ও নুসরত ফারিয়া। পাশাপাশি একদম অন্যরকম একটি চরিত্রে নজর কাড়বেন টলিতারকা সৌরভ দাস।কিছুদিন আগেই ছবির প্রোমো টিজারে ‘আবার বিবাহ অভিযান’-এর আনুষ্ঠানিক ঘোষণা করে প্রযোজনা সংস্থা।ইদ উপলক্ষে প্রকাশ্যে এসে গিয়েছে ছবির ট্রেলার।এবং,রবিবার বেলা গড়াতেই মুক্তি পেয়েছে ‘আবার বিবাহ অভিযান’-এর প্রথম গান সবই মায়া।‘বিবাহ অভিযান’-এর পর আবার বিবাহ অভিযান নিয়েও যে বাঙালি সিনেপ্রেমীমহলে যথেষ্ঠ উন্মাদনা তৈরি হয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।