রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্যের
কলকাতা: রামনবমীতে সরকারি ছুটি ঘোষণা করল নবান্ন (Nabanna)। এ বছরই প্রথমবার রামনবমীতে ছুটি (Ram Navami Holiday)। শনিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ১৭ এপ্রিল রামনবমী (Ram Navami) উপলক্ষে জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং সরকার অনুমোদিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি থাকবে।
রামনবমী উপলক্ষে ছুটি ঘোষণার পরই বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী রাম নবমী উৎসবের দিন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সম্মানে এই প্রথম রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। আমি জানুয়ারি মাসে রামনবমীর দিন ছুটি না দেওয়ার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছিলাম, আজ রাজ্য সরকার বাধ্য হয়ে ছুটি ঘোষণা করল। বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, ভোটের আগে কেন এই ঘোষণা নবান্ন করল, তা সবাই বুঝতে পারছে। মানুষ অত বোকা নয়।