Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

দুয়ারে সরকারে ডেড লাইন নবান্নের!

Updated : 30 Jan, 2024 8:20 PM
AE: Abhijit Roy
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: এখনও ১০০ শতাংশ মানুষের কাছে পৌঁছালো না দুয়ারে সরকার (Duare Sarkar)-এর পরিষেবা। তার জেরে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এবার ডেড লাইন বেধে দিল নবান্ন (Nabanna)। দুয়ারে সরকারের মাধ্যমে সব পরিষেবা ৩১জানুয়ারির মধ্যেই দিতে হবে। ১০০ শতাংশ পরিষেবা দিয়ে দিতে হবে উপভক্তাদের। জেলাশাসকদের এমনই নির্দেশ দিল নবান্ন। যদিও দুয়ারে সরকার কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন জনসংযোগমূলক প্রোগ্রামও রাজ্য সরকার করেছে। যা গত ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলছে গোটা রাজ্য জুড়ে। ২০টি পরিষেবা এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে নবান্ন। তবে এবার দুয়ারে সরকার কর্মসূচি নিয়েও যাতে কোনও টালবাহানা না হয়, বিশেষ করে পরিষেবা পৌঁছে দিতে তার জন্য আবারও নবান্ন নির্দেশ দিল জেলাগুলিকে।

নবান্ন জানিয়েছে, এখনও পর্যন্ত ২০টি প্রকল্পের ১০০শতাংশ পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। বাকি প্রকল্প গুলোর পরিষেবা এখনও ১০০ শতাংশ হয়নি। তার জেরেই পরিষেবা দ্রুত দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্নে। নবান্ন সূত্রে খবর অষ্টম বারে দুয়ারে সরকারের জন্য এখনও পর্যন্ত আবেদন এসেছে ৭৩ লক্ষ ৮০ হাজার ১০১ টি। যার মধ্যে সমাধান করে দেওয়া হয়েছে ৭২ লক্ষ ৫৫ হাজার ৪৪৩ টি অর্থাৎ ৯৮.৩১ শতাংশ। এর মধ্যে চূড়ান্তভাবে পরিষেবা দিয়ে দেওয়া হয়েছে ৬৪ লক্ষ ১১ হাজার ৮৩৩ টি। অর্থাৎ ৮৬.৮৮ শতাংশ পরিষেবা দেওয়া হয়েছে। বাকি পরিষেবা এখনও পর্যন্ত উপভোক্তাদের হাতে পৌঁছায়নি। সেই পরিষেবাও দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ জেলাশাসকদের দিয়েছেন খোদ মুখ্য সচিব।