Placeholder canvas
কলকাতা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

গায়েব ‘লক্ষ্মীর ভান্ডার’ ও ‘বার্ধক্য ভাতা’র টাকা! তদন্তের নির্দেশ দিল নবান্ন

Updated : 9 Nov, 2024 5:20 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Dipa Naskar

কলকাতা: বিগত কয়েকদিন ধরেই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা গায়েব হওয়া নিয়ে একটা বিতর্কের বাতাবরণ তৈরি হয়েছে। আর এবার র। এখন র‍্যাডারে পশ্চিমবঙ্গ সরকারের সর্বাধিক জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’। তবে এই বিষয়ে এবার কড়া অবস্থান নিতে চলেছে রাজ্যের প্রশাসন। পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলার পুলিশকে এই বিষয়টি নিয়ে তদন্ত করার নির্দেশ দিলেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে এই বিষয় নিয়ে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন মুখ্য সচিব।

উল্লেখ্য, ট্যাবের টাকা গায়েবের ঘটনায় ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলিতে কিভাবে এল লক্ষ্মীর ভান্ডার ও বার্ধক্য ভাতার টাকা- এ প্রশ্নকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান – এই দুই পুলিশ জেলাকে বিস্তারিত তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর তরফে। প্রসঙ্গত, গতকালই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের জন্য দেওয়া ট্যাবের টাকা গায়েবের ঘটনায় এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তারপরেই তৎপর নবান্ন।

Tags: