
২৩ অগাস্ট জাতীয় মহাকাশ দিবস, ঘোষণা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি: ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ গোলার্ধে বিক্রম সফল ভাবে ল্যান্ডিং করেছে। তার সঙ্গে সঙ্গে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। এবার ২৩ অগাস্ট দিনটি জাতীয় মহাকাশ দিবস (National Space Day) হিসেবে পালন করা হবে। ইসরো (ISRO) দাঁড়িয়ে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর শেষে দেশের মাটিতে পা রেখেই ‘ জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান’ স্লোগান তুললেন তিনি।
চন্দ্রযান ৩- অর্থাৎ চাঁদের বুকে বিক্রমের ল্যান্ডিংয়ের সময়ে দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন মোদি। সেখানে চলছিল ব্রিকস সম্মেলন৷ সেখান থেকেই ভার্চুয়ালি ইসরোর সঙ্গে যুক্ত হন তিনি। দেশের ফিরেই ইসরোয় যান প্রধানমন্ত্রী। দেখা করলেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে। বিজ্ঞানীদের সঙ্গে দেখা করে চাঁদের দু’টি জায়গার নামকরণ করলেন মোদি। চন্দ্রযান-৩-এর অবতরণস্থলের নাম এখন থেকে ‘শিবশক্তি’। ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের যে জায়গায় ভেঙে পড়েছিল, সে জায়গার নাম দিলেন ‘তেরঙা’। পাশাপাশি, ২৩ অগাস্ট দিনটিকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসাবেও ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে পৃথিবীর আর কোনও দেশ সেখানে পৌঁছতে পারেনি। সেখানেই পৌঁছে গিয়েছে ভারত। শনিবার ইসরোয় পৌঁছে প্রধানমন্ত্রী বলেন, ইসরো আমাদের দেশকে গর্বিত করেছে। ভারত চাঁদে পৌঁছে গিয়েছে।চাঁদ স্পর্শ করার ঐতিহাসিক ক্ষণ কখনও ভোলা যাবে না। আমি আপনাদের স্যালুট জানাচ্ছি। আপনারা দেশকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছেন, সেটা কোনও সাধারণ সাফল্য নয়। আমরা যা করে দেখিয়েছি, তা আগে কেউ কখনও করে দেখাতে পারেনি। মোদি আরও বলেন, তৃতীয় বিশ্বের দেশ ভারত আজ প্রথম সারিতে। এই সাফল্যে বড় ভূমিকা রয়েছে ইসরোর। সারা বিশ্ব ভারতীয় প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রশংসা করছে। চন্দ্রযান-৩ ভারতের না, মানবতার সাফল্য। এই অভিযান দেশের বিভিন্ন ক্ষেত্রে নতুন রাস্তা খুলে দেবে।