Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ |
K:T:V Clock

বালুরঘাটের সভা বাতিল, ৭ এপ্রিল জলপাইগুড়ি যাচ্ছেন মোদি

Updated : 2 Apr, 2024 8:18 PM
AE: Abhijit Roy
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: গত ১৯ এপ্রিল জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের প্রথম দফার নির্বাচন। রবিবারের ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ির বিস্তৃর্ণ এলাকা। ঝড়ের দাপটে (Cyclone in Jalpaiguri) তাসের ঘরের মতো ভেঙে পড়েছে কাঁচা-পাকা বহু বাড়ি। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চারিদিকে প্রচুর গাছ পড়ে রয়েছে। ধ্বংসের ছবি স্পষ্ট। আসন্ন নির্বাচনের আগে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে থমকে গিয়েছে ভোটের প্রচারও। সোমবারের পর মঙ্গলবার ঝড়ের আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকার জনজীবনও। বৃহস্পতিবারই কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিজেপি সূত্রের খবর, কোচবিহারের জনসভার পরে জলপাইগুড়িতে তাঁর সমাবেশ রবিবার। দুই আসন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জন্য একই মঞ্চ থেকে ভোটের প্রচার করবেন মোদি।ভোটের প্রচারে অন্তত ১৫ টি সভা করবেন তিনি। রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কলকাতার শহিদ মিনার ময়দানে সভা হওয়ার কথা রয়েছে। তবে এখনও তার দিনক্ষণ স্থির হয়নি।