জাতীয় মানবাধিকার কমিশনের সফরের মধ্যেই ফের উত্তপ্ত সন্দেশখালি
সন্দেশখালি: শুক্রবার সকালে সন্দেশখালিতে পৌঁছেছে জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) প্রতিনিধিরা। প্রতিনিধিদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা ও তিনজন পুরুষ। জাতীয় মানবাধিকার কমিশনের সফরের মধ্যেই উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে (Sandeshkhali Incident)। শাহজাহান শেখের অনুগামীর মাছের ভেড়ির আলাঘর পুড়িয়ে দিলেন গ্রামবাসীরা। পাশাপাশি এদিন সন্দেশখালি যাওয়ার পথে এবার বাধা পেলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়। সন্দেশখালির আগে ভোজেরহাটেই (Bhojerhat) আটকানো হল লকেটকে। সন্দেশখালিতে যখন ১৪৪ ধারা জারি রয়েছে, তাহলে কেন ভোজেরহাটে আটকানো হল। কেন একজন প্রতিনিধিকে আটকানো হল, সেই প্রশ্ন তোলে বিজেপি সাংসদ। পুলিশের সঙ্গে বচসায় জড়ান লকেট। পুলিশের সঙ্গে তর্কে জড়ানোর পরই সন্দেশখালির যাওয়ার আগেই গ্রেফতার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee)।