Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

বিশ্বকাপে কী কী মাইলস্টোন স্পর্শ করলেন রোহিত শর্মা? জানুন

Updated : 31 Oct, 2023 2:35 AM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Subhadeep Banerjee

লখনউ: ইংল্যান্ডকে (England) ১০০ রানে হারিয়ে টপ অফ দ্য টেবিলই থাকল টিম ইন্ডিয়া (India)। সেই সঙ্গে এই ম্যাচেই ২টি মাইলস্টোন স্পর্শ করলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

কী কী মাইলস্টোন?

প্রথম মাইলস্টোন: ভারত অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০তম ম্যাচে অধিনায়কত্ব করলেন রোহিত শর্মা। ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়লেন রোহিত। এর আগে, এই বিশেষ কৃতিত্বটি অর্জন করেছেন কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, এমএস ধোনি এবং বিরাট কোহলি। এবার সেই তালিকায় নতুন সংযোজন রোহিত শর্মা।

দ্বিতীয় মাইলস্টোন: আজকের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮,০০০ রান পূর্ণ করার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ৪৫৭ আন্তর্জাতিক ইনিংসে ১৮,০০০ রানের এই অঙ্ক স্পর্শ করলেন হিটম্যান। এদিনের ম্যাচে ১০১ বলে ৮৭ রান করেন রোহিত শর্মা। মাত্র ১৩ রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। রোহিত শর্মার আগে এই কীর্তি রয়েছে শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গাপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির।