
Neeraj Chopra | ডায়মন্ড লিগের সোনায় লক্ষ্যভেদ নীরজের বর্শার
দোহা: সোনার ছেলে নীরজ চোপড়ার ফের সোনা জয়। মরুশহর দোহাতে ডায়মন্ড লিগে জ্যাভলিন ছুড়ে প্রথমস্থান হাসিল করলেন হারিয়ানার এই ছেলে। নীরজের ৮৮.৬৭ মিটারের লক্ষ্য ছুতে পারেন নি টুর্নামেন্টের বাকি সদস্যরা। টোকিও অলিম্পিক্সের প্রতিপক্ষকে ডায়মন্ড লিগেও পিছনে ফেলে দিয়ে প্রথম স্থানে সোনার ছেলে নীরজ। তবে এই জ্যাভলিন তারকা টোকিও অলিম্পিক্সে নিজে গড়া ৯০ মিটারের দূরত্ব ছুতে পারেন নি এই টুর্নামেন্ট।
টোকিও অলিম্পিক্সের পাশাপাশি ২০২২ সালে ডায়মন্ড লিগও জিতেছিলেন নীরজ চোপড়া। ভারতের হয়ে সেটাও ছিল একটা ইতিহাস গড়ার গল্প। তেবে চোটের জন্য ওই বছর কমনওয়েলথ গেমসে অংশই নিতে পারেননি তিনি। দোহায় মরসুমের শুরুতেই দারুণ জয় পেলেন এই জ্যাভলিন থ্রোয়ার। ৯০ মিটারের সেই লক্ষ্য পূরণ না হলেও জয় দিয়েই মরসুম শুরু করলেন নীরজ।
নীরজ চোপড়ার প্রথম থ্রোই খেতাব জয় নিশ্চিত করে দিয়েছিল। এরপরের দুটি থ্রো ছিল যথাক্রমে ৮৬.০৪ মিটার, ৮৫.৪৭ মিটারের। তবে চতুর্থ থ্রো দর্শকদের আশাহত করেন তিনি। ফাউল করে বসেন জ্যাভলিন তারকা। শেষ পর্যন্ত তাতে খুব একটা প্রভাব পড়েনি যদিও। প্রথম থ্রোয়ের ৮৮.৬৭ মিটারের দূরত্ব নীরজকে সোনা পাইয়ে দেয়।