Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

রুপো জিতেছেন নীরজ, মন জিতলেন তাঁর মা

Updated : 9 Aug, 2024 6:29 PM
AE: Krishnendu Ghosh
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

রাজনীতি থেকে ক্রিকেট ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই যেন যুদ্ধ যুদ্ধ ভাব, উত্তেজনার পরিস্থিতি। কিন্তু দুই দেশের চিরকালীন দ্বন্দ্ব যেন এক কথায় উড়িয়ে দিলেন নীরজ চোপড়ার (Neeraj Chopra) মা। তিনি সটান বলে দিলেন, আর্শাদ নাদিমও (Arshad Nadeem) আমাদেরই ছেলে।

বৃহস্পতিবার রাতে জ্যাভেলিন থ্রোয়ে রুপো জিতেছেন নীরজ। অলিম্পিক্সের মঞ্চে রেকর্ড দূরত্বে বর্শা ছুড়ে সোনা জিতে নেন পাকিস্তানের আর্শাদ নাদিম। নীরজের মা সরোজ দেবীকে প্রশ্ন করেন, সোনা জিততে না পারায় তাঁর খারাপ লাগছে কি না। সরোজ দেবী হরিয়ানভি হিন্দিতে পরিষ্কার বলেন, একদমই না, আমাদের তো রুপোও সোনার মতোই লাগছে। যে সোনা জিতেছে সেও আমাদের ছেলে। সেও পরিশ্রম করে জিতেছে।