Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

মধ্যরাতে ৬.১ তীব্রতার ভূমিকম্প নেপালে, কাঁপল উত্তরবঙ্গও

Updated : 28 Feb, 2025 4:45 PM
AE: Parvej Khan
VO: Pabitra Tribedi
Edit: Aiyushe Maity

মাঝরাতে ভূমিকম্পে (Earthquake) কাঁপল নেপাল (Nepal)। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৬.১। কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গেও (North Bengal)। কম্পনের উৎসস্থল সিন্ধুপালচক (Sindhupalchowk) জেলায় যা নেপালের হিমালয় পর্বত অঞ্চলের একেবারে কেন্দ্রে অবস্থিত। নেপালের ন্যাশনাল আর্থকুয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের (NEMRC) ওয়েবসাইটে জানানো হয়েছে, শুক্রবার রাত ২.৫১-তে কম্পনের এপিসেন্টার সিন্ধুপালচকের ভৈরবকুণ্ড।

নেপালের বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে মধ্য ও পূর্বদিকের বাসিন্দারা বেশ ভালো মতোই কম্পন টের পেয়েছেন। নেপালের সীমান্তবর্তী ভারত, চীন (China) এবং তিব্বতেও (Tibet) কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটেনি। বাড়িঘরেরও বড় কোনও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়নি। স্থানীয় প্রশাসন পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে।

নেপালের ভূমিকম্প হলে তা ভয়াবহ আকার ধারণ করে তার উদাহরণ রয়েছে অতীতে। সাধারণ মানুষকে তাই আফটার শকের জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। কম্পনে নেপালের মানুষজনের ঘুম ভেঙে যায়, তাঁরা বুঝতে পেরেই ঘর থেকে বেরিয়ে যান। উত্তরবঙ্গ ছাড়াও নেপাল সীমান্ত লাগোয়া বিহারের (Bihar) মানুষও কম্পন টের পেয়েছেন। সিলিং ফ্যান দুলতে থাকার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।