Placeholder canvas
কলকাতা রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

হামাস আত্মসমর্পণ করতে শুরু করেছে দাবি ইজরায়েলের প্রধানমন্ত্রীর

Updated : 11 Dec, 2023 4:03 PM
AE: Samrat Saha
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

জেরুজালেম: হামাসের (Hamas) সন্ত্রাসীরা আত্মসমর্পণ করতে শুরু করেছে। বাকিদেরও অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানালেন ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার হামাস অপারেটরদের অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্যালেস্তাইনের সন্ত্রাসী গোষ্ঠীর সমাপ্তি ঘনিয়ে এসেছে। ইতিমধ্যে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার দুই মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে।যুদ্ধ এখনও চলছে কিন্তু এটি হামাসের শেষের শুরু। আমি হামাস সন্ত্রাসীদের বলছি এটা শেষ। মরবেন না। এখনই আত্মসমর্পণ করুন। গত কয়েক দিনে, কয়েক ডজন হামাস সন্ত্রাসী আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

ইজরায়েলের সামরিক বাহিনী অবশ্য হামাসের আত্মসমর্পণের প্রমাণ প্রকাশ করেনি। এবং হামাস এই ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে। প্রায় এক মাস আগে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছিলেন যে হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে। উল্লেখ্য, হামাস ৭ অক্টোবর ইজরায়েলে হামসলা হামলা চালায়। তাতে ১২০০ জন নিহত হয়। এবং ২৪০ জনকে বন্দি করে গাজায় নিয়ে্ যায় হামাস। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের মতে, ইজরায়েলের হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং কমপক্ষে ১৭ হাজার ৭৯৭ জন প্রাণ হারিয়েছেন।যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু।

Tags: