
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গঠিত হল নয়া অ্যান্টি ব়্যাগিং কমিটি
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) গঠিত হল নয়া অ্যান্টি ব়্যাগিং কমিটি (New Anti Bagging Committee )। উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টস সহ মোট ৩৩ জন সদস্য থাকছেন ওই কমিটিতে। কর্তৃপক্ষের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে। প্রত্যেকের মেল ও ফোন নম্বর দেওয়া হয়েছে । ব়্যাগিং রুখতে মনিটরিংয়ের জন্য বিশ্ববিদ্যালয় ও হস্টেলগুলিতে ওই কমিটি সবসময় তৎপর থাকবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তৈরি নয়া অ্যান্টি ব়্যাগিং হেল্পলাইন নম্বর, ইউজিসির হেল্পলাইন নম্বর ও অনলাইনে ইউজিসিতে অভিযোগের দায়েরের ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া হয়েছে নির্দেশিকায়।
প্রসঙ্গত, গত ১০ অগাস্ট প্রথমবর্ষের এক পড়ুয়ার মৃত্যু হয় হস্টেলে। ছাত্রের মৃত্যুতে বর্তমান ও প্রাক্তন পড়ুয়াদের বিরুদ্ধে ব়্যাগিং এর অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি রাগিং কমিটির কার্যকারিতা ও সক্রিয়তা নিয়েই প্রশ্ন ওঠে। তখন সিদ্ধান্ত হয় পুরনো কমিটি ভেঙে নতুন অ্যান্টি ব়্যাগিং কমিটি ও অ্যান্টি ব়্যাগিংস্কোয়াড গঠন করা হবে। ১২ সেপ্টম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অফিসের তরফে প্রকাশিত হয় ওই বিজ্ঞপ্তি। তাতে ব়্যাগিং (Anti-Ragging Committee JU) বন্ধে কড়া পদক্ষেপের কথাও জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)নয়া অ্যান্টি ব়্যাগিং কমিটিতে ৩৩ জন সদস্যের মধ্যে রয়েছেন, যাদবপুর এবং বিধাননগর দক্ষিণ থানার ওসি। র্যাগিং ঠেকাতে নজরদারি করতে বিশ্ববিদ্যালয় ও হস্টেলগুলিতে ওই কমিটি সক্রিয় থাকবে বলেও জানানো হয়েছে।
কমিটির চেয়ারম্যান করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। তিনি ছাড়া সহ-উপাচার্য, রেজিস্ট্রার, ছাত্র সংসদের প্রতিনিধি, ডিন অফ স্টুডেন্টস, সংবাদমাধ্যমের প্রতিনিধি থাকবেন কমিটিতে। যদিও নয়া কমিটি একথা মানতে নারাজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ। তাঁদের দাবি, পুরনো কমিটি ভেঙেই নতুন করে গঠিত হয়েছে এটি। যদিও বেশিরভাগ পুরনো সদস্যই বাদ গিয়েছেন নতুন কমিটি থেকে।