Placeholder canvas
কলকাতা শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

Stadium Bulletin | ভারতে কি বিশ্বকাপ খেলতে আসবে পাকিস্তান?

Updated : 9 Jul, 2023 9:22 PM
AE: Hasibul Molla
VO: Joyjyoti Ghosh, Priti Saha
Edit: Arpan Ghosh

বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নাটক অব্যাহত। পাকিস্তান ক্রীড়ামন্ত্রী সাফ জানিয়েছেন, ভারত যদি নিজেদের অবস্থানে অনড় থাকে, তাহলে পাকিস্তান কী দোষ করল? পাকিস্তানের দাবি এশিয়া কাপের সবকটি ম্যাচ হওয়া উচিত তাদের দেশেই। হাইব্রিড মডেল তারা মানে না। অন্যদিকে, দলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে অখেলোয়াড়োচিত মনোভাব উত্তরাঞ্চলের। নিন্দায় সরব প্রাক্তন ক্রিকেটারেরা। যদিও দক্ষিণাঞ্চলের অধিনায়ক হনুমা বিহারি উত্তরাঞ্চল অধিনায়ক জয়ন্ত যাদবের পাশে দাঁড়িয়েছেন। বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ২০২৩ বিশ্বকাপে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে কোন চারটি দল সেমিফাইনাল খেলবে?- এইসব নিয়েই আজকের স্টেডিয়াম বুলেটিন-