Stadium Bulletin | ভারতীয় দল কি যাবে এশিয়ান গেমসে?
Updated : 23 Jul, 2023 8:59 PM
AE: Abhijit Roy
VO: Joyjyoti Ghosh, Soumi Ghosh
Edit: Silpika Chatterjee
কুইন্স পার্ক ওভালে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শেষে ৭১-এর নস্ট্যালজিয়া ধরা পড়ল কুইন্স পার্ক ওভালে। সুনীল গাভাসকরকে দেখে লর্ড রিলেটরের লেখা ক্যালিপসো গাইলেন নাটস-ম্যান জাম্বো। ম্যাচ চলাকালীন অভব্য আচরণের জন্য শাস্তির মুখে হরমনপ্রীত কৌর। ভারতীয় ফুটবল দল কি যাবে এশিয়ান গেমসে? অন্যদিকে, লর্ডসে দ্রাবিড়ের শতরান আজকের দিনেই- এইসব নিয়েই আজকের স্টেডিয়াম বুলেটিন।
Tags: