Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

New Government Engineering College | রাজ্যের মুকুটে নতুন পালক

Updated : 18 Jun, 2023 5:35 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

আলিপুরদুয়ার: রাজ্যে তৈরি হল নতুন একটি সরকারি ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট (New Government Engineering and Management Institution) শিক্ষা প্রতিষ্ঠান। এর ফলে প্রযুক্তি ও ব্যবস্থাপনা নিয়ে পঠন পাঠন করতে উদগ্রীব ছাত্র ছাত্রীদের জন্য খুলে গেল নতুন দিগন্ত। এবছরই স্নাতকস্তরে ছাত্র ভর্তি হবে সেখানে। চারটি কোর্সে পঠন পাঠন শুরু করতে পারবেন ছাত্র ছাত্রীরা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার (Alipurduyar) তৈরি হওয়া ওই নতুন শিক্ষা প্রতিষ্ঠানের নাম আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট কলেজ (Alipurduyar Government Engineering and Management College) । ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানগুলির দেশে সর্বোচ্চ নিয়ামক সংস্থা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটিইর (AICTE) ছাড়পত্র মিলেছে। 

এতদিন যাদবপুর, কল্যাণী সহ রাজ্যে আটটি সরকারি ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান ছিল। নতুন শিক্ষা প্রতিষ্ঠানটি তৈরি হওয়ায় রাজ্যে সরকারি ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো নয়। আপাতত স্নাতক স্তরে চারটি বিষয় পড়ানো হবে কলেজটিতে। এই গুলি হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ওই চারটি কোর্স মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউটের তত্ত্বাবধানে পড়ানো হবে বলে জানানো হয়েছে।

 গত ২৬ মে দুপুরে ফল প্রকাশ হয়েছে রাজ্য জয়েন্টের (WBJEEB)।  ফলে সেখানকার ছাত্র ছাত্রীদের পক্ষে পঠন পাঠনের আরও সুযোগ বাড়ল। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, ৩০ শে জুনের আগে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা যাবে না। কারণ এআইসিটিই ৩০ জুন পর্যন্ত তার যাবতীয় প্রক্রিয়া চালাবে। ফার্মাসি কাউন্সিল ও আর্কিটেকচার কাউন্সিল ১৫ জুনের মধ্যে তাদের যাবতীয় প্রক্রিয়া শেষ করবে। অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, কাউন্সিল অফ আর্কিটেকচার, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া নির্ধারিত সময় জানিয়ে দিয়েছে। রাজ্য জয়েন্টের ফল প্রকাশের পরপরই ইঞ্জিনিয়ারিং(Engineering), আর্কিটেকচার (Architecture) ও ফার্মেসি (Pharmacy) শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়ারা (Student) ভর্তি (Admission) হতে পারেননি। কারণ জাতীয় আর্কিটেকচার কাউন্সিল ও জাতীয় ফার্মেসি কাউন্সিল তাদের নতুন অনুমোদন, পুরনো অনুমোদন পুনর্নবীকরণ সহ বেশ কিছু কাজ শেষ করবে ১৫ জুন ও এআইসিটিই ওই কাজ শেষ করবে ৩০ জুন। তারপরেই যাবতীয় ভর্তি প্রক্রিয়া শুরু হবে।