Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Kolkata Police | মাদকাসক্তদের সুস্থ করতে অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের

Updated : 22 Jun, 2023 6:40 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: মাদকাসক্তদের (Drug Addicts) এই সমাজে চিহ্নিত করা এবং তাঁদের সুস্থ করার ক্ষেত্রে এই প্রথম অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। বৃহস্পতিবার পুলিশ ট্রেনিং স্কুলে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সচেতনতা শিবির এর আয়োজন করা হয়। সেখানে কীভাবে একজন মাদকাসক্তকে চিহ্নিত করা সম্ভব হবে এবং কীভাবে তাঁকে ধীরে ধীরে চিকিৎসার মাধ্যমে সুস্থ সামাজিক পরিবেশে ফিরিয়ে আনা হবে এ সম্পর্কে মতামত দেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল সহ উচ্চপদস্থ আধিকারিকগণ।

পাশাপাশি বিগত কয়েক বছর কলকাতা পুলিশের দক্ষতা ও নানান ধরনের গণ সচেতনতার মাধ্যমে শহরে মাদকাসক্তদের পরিমাণ অনেকটা কমানো সম্ভব হয়েছে বলে এদিন জানালেন জয়েন্ট কমিশনার (ক্রাইম) শঙ্খশুভ্র চক্রবর্তী।