Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ |
K:T:V Clock

নয় দিনের ৭০০ কোটির গণ্ডি পার ‘জওয়ান’ এর

Updated : 17 Sep, 2023 6:31 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

বলিউড কিং খানের সিনেমা মুক্তি মানেই উৎসব। শুক্রবার মুম্বাইয়ের এক সাংবাদিক বৈঠক থেকে এমনটাই জানিয়েছিলেন খোদ বলিউড বাদশা। নিজের রেকর্ড নিজের ভেঙে একর পর এক মাইলফলক পার করে তাঁর সেই কথার দাম কতটা তা বোঝা যায় ‘জওয়ান’ এর আয় দেখলেই। ‘জওয়ান’-এর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সামাজিক মাধ্যমে জানায় শাহরুখ খানের এই সিনেমা ৯ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি ৭৩৫.০২ কোটি টাকা আয় করেছে। যা এখনও পর্যন্ত রেকর্ড!

চলতি মাসের ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে জওয়ান। দেশ জুড়ে সেদিন ছিল উৎসবের মেজাজ। মুক্তির দিন দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতার মতো মেট্রো সিটিগুলোতে তো ‘জওয়ান’-এর রাত ১ টা কিংবা ৩টার শো-ও চলেছিল। সিনেমা মুক্তির দশম দিন শনিবার (১৬ সেপ্টেম্বর) ভারতের বাজারে ৩১.৫০ কোটি টাকা ব্যবসা করেছে এই সিনেমা।

প্রথম দিন বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ছবির আয় ছিল ৭৫ কোটি। শুক্র আয় খানিক কমে ৫৩.২৩ কোটি হলেও, শনিবার তা ফের বেড়ে হয়েছিল ৭৭.৮৩ কোটি। গত রবিবারে জওয়ানের আয় হয় সর্বোচ্চ, ৮০.০১ কোটি। সোমবারেও আয়ের অঙ্ক ছিল ৩২. ৯২ কোটি। তবে মঙ্গলবার থেকে যা ধীরে ধীরে কমতে থাকে।

তবে শুধুমাত্র ভারতে না ভারতের পাশাপাশি বিশ্বের অনান্য প্রান্তেও শাহরুখ ম্যাজিক অব্যাহত। যুক্তরাষ্ট্র, দুবাই, ব্রিটেন, বাংলাদেশে রমরমিয়ে চলছে ‘জওয়ান’ ঝড়।

Tags: