Placeholder canvas
কলকাতা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock

‘গুরু আসছে’- জানেন কে এই গুরু!

Updated : 12 Feb, 2024 7:57 PM
AE: Abhijit Roy
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

কলকাতা: শনিবার রাতে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) -এর সোশ্যাল মিডিয়া পোস্টে হঠাৎ দেখা গেল বড় বড় করে লাল কালির হরফে লেখা আছে ‘গুরু আসছে’। হঠাৎ কেন পোস্ট? কে এই গুরু? অনুরাগীমহলে এইসব নিয়েই আলোচনা শুরু হয়ে গেছে। যদিও সৃজিতের সোশ্যাল মিডিয়া পোস্টের ক্যাপশানে লেখা ‘The top, the top, the top’ থেকে বেশ কিছুটা অনুমান করে নিয়েছেন অনুরাগীরা।

সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সৃজিৎ আসলে ‘মহানায়ক’ উত্তম কুমারকে নিয়ে বানানো ছবি ‘অতি উত্তম’ কথা বলতে চেয়েছেন। উত্তমের ‘নায়ক’ ছবির ডায়ালগ ধার করে, কিছুটা হেঁয়ালি করেই পরিচালক লিখেছেন, গুরু আসছে। সৃজিতের এই পোস্টে অনেকেই প্রশ্ন করেছেন, কবে আসছে? কিন্তু পরিচালকের তরফ থেকে এখনও কোনও উত্তর আসেনি।