Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Twitter | New Update | টুইটার নিয়ে ফের নয়া সিদ্ধান্ত ইলন মাস্কের

Updated : 2 Jul, 2023 2:51 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

টুইটার (Twitter) নিয়ে ফের নয়া সিদ্ধান্ত ইলন মাস্কের (Elon Mask)। কোনও ব্যবহারকারী (User) একদিনে কত টুইট করতে পারবেন তার একটা অস্থায়ী সীমা নির্ধারণ করে দিলেন বিশ্বে এক নম্বর ধনকুবের ইলোন মাস্ক। রবিবার নিজের টুইটারে (Twitter) একটি পোস্ট (Post) করে ইলন বলেন,’ভেরিফায়েড (Veryfied) নয়— এমন অ্যাকাউন্ট (Account) থেকে দিনে সর্বোচ্চ ৬০০টি পোস্ট পড়া যাবে। আর ভেরিফায়েড নয়, এমন নতুন অ্যাকাউন্ট থেকে পড়া যাবে ৩০০ পোস্ট। তবে ভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রে দৈনিক পোস্ট (Per Day Post) পড়ার সংখ্যা হবে ৬ হাজার।’

তবে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নেওয়া হল সে বিষয়ে তিনি বলেন, ব্যবহারকারীদের তথ্য–উপাত্ত হাতিয়ে নেওয়া ‘চরম সীমায় পৌঁছেছে’। এটা মোকাবিলার জন্য ব্যবহারকারীদের পোস্ট পড়ার সীমা অস্থায়ীভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে।’ গত শুক্রবার ব্যবহারকারীদের অনেকে টুইট দেখতে গেলে তাঁদের লগ–ইন করার কথা বলা হয়। মাস্ক বলেছেন, তাৎক্ষণিক জরুরি পদক্ষেপ হিসেবে ব্যবহারকারীদের এ শর্ত দেওয়া হয়েছিল। 

টুইটারের মালিকানা পাওয়ার পর থেকেই একটার পর একটা পরিবর্তন আনছেন ইলেন মাস্ক। প্রথমে শুরু হয় কর্মী ছাঁটাই পর্ব। তারপর এক ধাক্কায় প্রতিষ্ঠানটির কর্মী ৮ হাজার থেকে কমিয়ে দেড় হাজার করেন। এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে।এরপর ইলন মাস্ক টুইটারে বিনা মূল্যে ভেরিফায়েড ব্যবহারকারী (নীল টিক থাকা অ্যাকাউন্ট) হওয়ার সুযোগ বাতিল করেন। এখন অর্থের বিনিময়ে ব্যবহারকারীর অ্যাকাউন্টে নীল টিক থাকে। তার পর ফের আজ ব্যবহারকারীদের পোস্ট পড়ার সীমা নিয়ে নয়া সিদ্ধান্ত নিলেন তিনি।