Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান উদযাপন

Updated : 22 Jan, 2024 4:48 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

নিউইয়র্ক: নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে (New Yorks Times Square) রামমন্দিরে (Ram Temple) রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান উদযাপন করা হল। সেখানে প্রবাসী ভারতীয়রা উদযাপন করছেন। অযোধ্যার রামমন্দিরে রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠার (পবিত্রকরণ)আগে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারকে আলোকিত করা হয়েছে। উদযাপনের ছবি এবং ভিডিও শেয়ার করে নিউইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেল বলেছেন, ভারতীয় প্রবাসীরা টাইমস স্কোয়ারে উদযাপনের সঙ্গে আলোকিত করেছে। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে তাঁরা আবেগের সঙ্গে ভজন এবং গান গাইছেন। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাণবন্ততা এবং একতা প্রদর্শন করছেন। ভগবান শ্রী রামের ছবিতে ছয়লাপ চারিদিক।

এই ছবি এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন সেখানে ভারতের কনস্যুলেট জেনারেল। ফটোগুলিতে ভারতীয় প্রবাসী সদস্যদের নিউইয়র্কের টাইমস স্কোয়ারে জড়ো হতে দেখা যায়। তাদের হাতে ‘জয় শ্রী রাম’ লেখা পতাকা। অযোধ্যার মন্দির শহর ভগবান রামকে স্বাগত জানাতে প্রস্তুত। সেই প্রতিচ্ছবি সেখানেও ধরা পড়ল। রাম লালার মূর্তির ‘প্রাণ প্রতিষ্ঠা’ – ভগবান রামের শৈশব রূপ – দেশের প্রধান আধ্যাত্মিক ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, বিভিন্ন উপজাতীয় সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিশিষ্টজন সহ সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত অযোধ্যায়। সেখান থেকে বহু দূরে নিউইয়র্কে ভারতীয় মেতে উঠলেন উদযাপনে।