Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন রাজীব কুমার

Updated : 28 Dec, 2023 8:46 PM
AE: Abhijit Roy
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন রাজীব কুমার (Rajeev Kumar)। বুধবারই রাজ্য পুলিশের ডিজি মনোজ লামব্যর মেয়াদ শেষ হচ্ছে। তাঁর জায়াগায় এবার নতুন ডিজি হচ্ছেন রাজীব কুমার। এক সময় কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন রাজীব কুমার। এবার তাঁকেই রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। আপাতত ভারপ্রাপ্ত ডিজি হিসেবে কাজ করবেন তিনি।

রাজীব কুমার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বর্তমানে তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের পদ সামলাচ্ছিলেন। বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে রাজীবেন এই নিয়োগের কথা জানানো হয়েছে।
কলকাতা পুলিশ কমিশনার থাকাকালীন একাধিক বিতর্কে নাম জড়িয়েছিল রাজীবের। সারদাকাণ্ডে বিশেষ তদন্তকারী দলের প্রধান ছিলেন রাজীব। ২০১৩ সালে সারদাকাণ্ডে তৃণমূলের তৎকালীন সাংসদ এবং বর্তমান ওই দলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে গ্রেফতার করেছিলেন। ২০১৯ সালে সেই সারদা মামলাতেই রাজীবকে অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই।