Kolkata Airport | Bus | কলকাতা বিমানবন্দরে চালু রাত্রিকালীন বাস পরিষেবা
কলকাতা: কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) চালু হল রাত্রিকালীন বাস পরিষেবা (Bus Service)। রাত ১০ টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি হাওড়া (Howrah) পর্যন্ত এবং রাত ১২ টায় বিমানবন্দর থেকে হাওড়া ভায়া শিয়ালদহ (Sealdah) বাস পরিষেবা চালু হয়েছে। সোমবার রাতে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই পি এস বিশপ সরকার, এসিপি এয়ারপোর্ট সুরজিৎ দে, এনেসসিবিআই থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ বন্ধু দে প্রমুখ। এই বাস পরিষেবা চালু হওয়ায় ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে ট্যাক্সিচালকের বচসা অনেকটাই কমবে বলে মনে করছে পুলিশ।
প্রসঙ্গত, বিমানবন্দরে আগত যাত্রীদের সঙ্গে ট্যাক্সিচলকদের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা নিত্যদিনের ঘটনা। যাত্রীদের অভিযোগ ছিল কলকাতায় বিমানবন্দরে রাত্রিবেলা কোনও রকম বাস কিংবা প্রিপেইড ট্যাক্সে পরিষেবা পাওয়া যেত না। এবার যাত্রীদের সেই অভিযোগের সমাধান করতে উদ্যোগী হল রাজ্য পরিবহণ দফতর এবং বিধাননগর পুলিশ। সোমবার রাত থেকেই এসি বাস পরিষেবা চালু হয়েছে বিমানবন্দর-হাওড়া এবং বিমানবন্দর-টালিগঞ্জ রুটে। এবার বিভিন্ন সমস্যা থেকে যাত্রীরা অনেকটাই মুক্তি পাবেন বলে আশাবাদী পুলিশ।
রাজ্য পরিবহন দফতর সূত্রে খবর, আপাতত কিছুদিন রাত ১০ টা থেকে এক ঘন্টা অন্তর মধ্য রাত পর্যন্ত এই বাসগুলির চলাচল করবে। এরপর যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে বাস অপারেটররা বাসগুলির সময়সীমা বা ফ্রিকোয়েন্সি বদল করতে পারেন। বর্তমানে কলকাতা বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন পর্যন্ত AC 39 ও VS 2 নামের দুটি এসি বাস সকাল সাতটা থেকে রাত ৯ টা ৩০ পর্যন্ত যাতায়াত করে। অন্যদিকে, কলকাতা বিমানবন্দর ও টালিগঞ্জের মধ্যে যে V1 নামক বাস চলে সেটির পরিষেবা রাত ৮টা পর্যন্ত পাওয়া যায়। বিমানবন্দর থেকে গড়িয়ার উদ্দেশ্যে এসি বাস সন্ধ্যা ৬ টা ৪৪ এ বেরিয়ে যায়। ধর্মতলা ও গল্ফ গ্রিনের উদ্দেশ্যে বাসগুলি বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যেই ছেড়ে বেরিয়ে চলে আসে।