উত্তরকাশীর অন্ধকূপে প্রায় ২০০ ঘণ্টা, উদ্ধারে আরও ৪-৫ দিন
Updated : 19 Nov, 2023 6:49 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee
উত্তরকাশী: তোমরা কাজ করছ, নাকি গোড়া থেকেই মিথ্যা বলে চলেছো? ওয়াকিটকিতে এই প্রশ্ন এক শ্রমিকের। আটদিন কাটতে চলেছে, পদে পদে উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় মনের জোর ভেঙে পড়েছে সুড়ঙ্গে আটক (Uttarkashi Tunnel Collapse) ৪১ কর্মীর। যে অত্যাধুনিক ড্রিলিং মেশিন এনে কাজ চলছিল, খননের ফলে আরও পাথরের টুকরো খসে পড়ছে সুড়ঙ্গে। সে কারণে শনিবারই বন্ধ রাখা হয় ড্রিলিংয়ের কাজ।
আটদিনের মাথায় আজ, রবিবার উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (CM Pushkar Singh Dhami) যাচ্ছেন সিলকিয়ারা গ্রামে। তাঁর সঙ্গেই যাবেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকরি (Nitin Gadkari)।
Tags: