Panchayat Election 2023 | ভোটের দিন বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি জানালেন নির্বাচন কমিশনার
কলকাতা: পঞ্চায়েত ভোট (Panchayat Vote) এক দফাতেই করবার সিদ্ধান্তের কথা জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। তারপর বিরোধীরা ভোটের দফা বাড়ানোর দাবি তুলেছে। বিশেষ করে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও (Adhir Chowdhury) ওই দাবি তুলেছেন। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) রাজীব সিনহা শুক্রবার জানিয়ে দিলেন নির্বাচনে দফা বাড়ানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
এদিকে রাজ্য নির্বাচন কমিশন জানাল, এবারের পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে ৮ হাজার ২ টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মীমাংসা হয়েছে।পঞ্চায়েত সমিতিতে ৯৯১ টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফয়সালা হয়েছে। ১৬ টি জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতা ফয়সালা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় গ্রাম পঞ্চায়েতের সবচেয়ে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ হয়েছে ১৭৬৭ টি আসনে। পঞ্চায়েত সমিতিতে ২৩৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মীমাংসা হয়েছে। ১৬ টি জেলা পরিষদের মধ্যে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনাতে ৮টি জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফয়সালা হয়েছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তিনটি স্তরেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দক্ষিণ ২৪ পরগনা এগিয়ে। সব মিলিয়ে গ্রাম পঞ্চায়েতে প্রায় ১২.৬৫ (১৩) শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মীমাংসা হয়েছে।পঞ্চায়েত সমিতিতে ১০.১৮(১০) শতাংশেরও বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফয়সালা।জেলা পরিষদে ১.৭২ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মীমাংসা হয়েছে।
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। অনেকে জায়গায় প্রার্থী পদে দাঁড়ানোর ক্ষেত্রেও ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। বিরোধীদের দাবি, সেজন্য বিনা প্রতিদ্বন্বিতায় বহু আসনে জয় পেয়েছে শাসক দল। তবে শাসক শিবিরের বক্তব্য, বিরোধীরা প্রার্থী ও এজেন্ট খুঁজে পায়নি। কারণ তাঁদের সংগঠন নেই। সেজন্য এই অবস্থা হয়েছে।