Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

Panchayat Election 2023 | পঞ্চায়েতের আগে নেতাজি ইন্ডোরে মেলা নয়, নির্দেশে জানাল নির্বাচন কমিশন

Updated : 10 Jun, 2023 8:14 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আচরণবিধি লাগু হওয়ায় বন্ধ হয়ে গেল রোজগার মেলা। সংশ্লিষ্ট দফতরকে চিঠি পাঠিয়ে মেলা বন্ধের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৩ জুন থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই মেলা হওয়ার কথা ছিল। তবে ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মেলা করা যাবে না, বলে নির্দেশে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন  (State Election Commission)।

মুখ্যসচিব এবং ডিজি সঙ্গে বৈঠকের পর  শুক্রবার কমিশন ঘোষণা করে, ১০০ শতাংশ বুথই স্পর্শকাতর। প্রত্যেক বুথেই নজরদারিতে থাকবে সিসিটিভি। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের লাইন ঠিক করবে লাঠিধারী পুলিশ। সেক্টর অফিসে থাকবে পর্যাপ্ত সশস্ত্র ও লাঠিধারী পুলিশ। এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কোনও সিদ্ধান্ত নেই। প্রয়োজনে পার্শ্ববর্তী রাজ্য থেকে পুলিশ নিয়ে আসা হবে।কিছু কিছু জায়গায় নেটওয়ার্কের সমস্যা থাকলে সেখানে ভিডিওগ্রাফি করা হবে।

প্রসঙ্গত, রাজ্যের প্রায় ৭৩ হাজার আসনে মনোনয়ন জমা দেওয়ার জন্য কার্যত ৬ দিন পাওয়া যাচ্ছে৷ যা নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করে দিয়েছেন বিরোধীরা৷ মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়, প্রাথমিক পর্যবেক্ষণে জানাল আদালত। রাজ্য নির্বাচন কমিশনকে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, মন্তব্য আদালতের।রায়ের পর নির্বাচন কমিশন জানায়, মনোনয়ন সংক্রান্ত বিষয় বিবেচনা করে দেখতে হবে।

বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha) । এবার ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৬৩ হাজার ২২৯টি। ৩৪১টি পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৯ হাজার ৭৩০টি। এছাড়া জেলা পরিষদে রয়েছে ৯২৮টি আসন। মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

পঞ্চায়েত ভোটের ডামাম বেজে যাওয়ায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি। রাজ্য কমিশন ইতিমধ্যে শান্তিপূর্ণ ভোটের বার্তা দিয়েছে। ২০১৮ সালের প্রতিছবি চাইছেন না বিরোধীরাও। এরই মধ্যে নেতাজী ইন্ডোরে মেলা বন্ধ করে বাড়তি সতর্কতা বজায় রাখল রাজ্য নির্বাচন কমিশন।