Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Calcutta High Court: হাইকোর্টে বা অন্যত্র বিক্ষোভ, স্লোগান, পোস্টার নয়, নির্দেশ বৃহত্তর বেঞ্চের

Updated : 17 Jan, 2023 6:19 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Arpan Ghosh

কলকাতা: এজলাস বয়কট নিয়ে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বা অন্যত্র কোনও বিক্ষোভ, মিছি্ল, অবস্থান করা যাবে না। কোথাও পোস্টার (Poster) দেওয়া যাবে না। মঙ্গলবার তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই মামলায় রাজ্য বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি, ইনকর্পোরেটেড ল সোসাইটি এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়াকেও সংযুক্ত করতে বলা হয়েছে।

গত ৯ জানুয়ারি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) এজলাস বয়কট ঘিরে ধুন্ধুমার ঘটে। এজলাসের (Ageless) দরজা বাইরে থেকে আটকে দিয়ে বিক্ষোভ দেখায় আইনজীবীদের একাংশ। ইচ্ছুক আইনজীবীদের ঢুকতেও বাধা দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, বিচারপতি মান্থার বিভিন্ন নির্দেশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষে এবং রাজ্য সরকারের বিপক্ষে যাচ্ছে। এরই প্রতিবাদে ওই বিক্ষোভ চলে। একই সঙ্গে বিচারপতি মান্থার এজলাস বয়কটেরও ডাক দেওয়া হয়। এখনও এক শ্রেণির আইনজীবী ওই এজলাস বয়কট চালিয়ে যাচ্ছেন। 

বাকি খবরের জন্য শুনুন -পডকা