স্ত্রী নেই, মেয়েই হচ্ছেন পাকিস্তানের ফার্স্ট লেডি
ইসলামাবাদ: স্ত্রী নেই। মেয়েকেই ফার্স্ট লেডি ঘোষণা করতে চলেছেন পাকিস্তানের (Pakistan) প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি (Asif Ali Zardari)। মেয়ে আসিফা ভুট্টো জারদারি (Aseefa Bhutto Zardari) ফার্স্ট লেডি হতে চলেছেন। আসিফাই পাকিস্তানের প্রথম কোনও প্রেসিডেন্ট কন্যা যিনি ফার্স্ট লেডি হতে চলেছেন। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কনিষ্ঠ কন্যা আসিফা। রবিবার পিপিপির অন্যতম চেয়ারম্যান আসিফ আলি জারদারি পাকিস্তানের ১৪ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। দ্বিতীয়বার তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন।
আসিফার জন্ম ১৯৯৩ সালের ফেব্রুয়ারিতে। তিনি বড় হয়েছেন পাকিস্তানেই। ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে প্রচারে গিয়ে নিহত হয়েছিলেন বেনজির ভুট্টো। তখন আসিফার বয়স ১৪ বছর। উচ্চশিক্ষার জন্য অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটিতে ভর্তি হন আসিফা।ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। পোলিও নির্মূলের লক্ষ্যে পাকিস্তানের দূত হিসেবে কাজ করছেন বেনজির কন্যা।