হিন্দুধর্মের উৎস নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী
বেঙ্গালুরু: কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের হিন্দুত্ব নিয়ে মন্তব্যে বিতর্ক হয়েছে। তিনি হিন্দু ধর্মের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। তুমাকুরুতে একটি জনসভায় জি পরমেশ্বর (G. Parameshwara) বলেন, বিশ্বের ইতিহাসে অসংখ্য ধর্মের উত্থান দেখা যায়। কিন্তু কেউ জানে না কখন হিন্দুধর্মের উৎপত্তি হল। এবং কে জন্ম দিল। বৌদ্ধ, ইসলাম, জৈন, খ্রিস্ট ধর্মের নাম করে তিনি বলেন এই ধর্মগুলো মানব সভ্যতার ভালো করতে এসেছিল।
হিন্দু ধর্মের জন্ম কখন হয়েছিল তা কেউ জানে না।
ধর্ম নিয়ে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। একটি ভাষণ দিতে গিয়ে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, দেশে কখন এবং কীভাবে হিন্দু ধর্মের উদ্ভব হয়েছিল তা কেউ জানে না। তিনি ঠিক কী বললেন? বৌদ্ধ এবং জৈন ধর্ম ভারতে উদ্ভূত হয়েছে, ইসলাম এবং খ্রিস্ট ধর্ম বিদেশ থেকে এখানে এসেছে, কিন্তু হিন্দু ধর্ম কখন জন্মেছিল এবং কে এটির জন্ম দিয়েছে তা কেউ জানে না।
তিনি আরও বলেন, এই মহাবিশ্বের ইতিহাসে বেশ কিছু ধর্মের আবির্ভাব হয়েছে। কিন্তু হিন্দুধর্ম নিয়ে প্রশ্নচিহ্ন আজও রয়ে গেছে। বৌদ্ধ, জৈন, ইসলাম এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতা জোর দিয়েছিলেন যে এই ধর্মগুলি মানবজাতির জন্য ভাল করার জন্য ভারতে এসেছে।