Placeholder canvas
কলকাতা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

৭০ লাখের ঘড়ি পরে কটাক্ষের শিকার নোরা

Updated : 25 Oct, 2023 6:01 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

মুম্বই: আইটেম গানে পারফর্ম করেই জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন নোরা ফতেহি। এছাড়াও অভিনয়ও করেছেন তিনি। বহুল চর্চিত এই তারকাকে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই।

কিছু দিন আগে নোরা সোশ্যাল মিডিয়ায় আবেদনময়ী পোশাকে ছবি পোস্ট করেন। সেই সময় তাঁর হাতে ছিল দামি সেই হাতঘড়ি। যা বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। তারপর ঘড়ি নিয়ে জোর চর্চা।

বলিউডি সুত্রের খবর, নোরার ঘড়িটি তৈরি করছে ইতালির বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারী ব্র্যান্ড বুলগেরিয়া। প্রতিষ্ঠানটির ওয়েব সাইট গেলে দেখা যাবে, সারপেন্টি স্পিগা মডেলের ঘড়িটি তৈরি করা হয়েছে ১৮ ক্যারেটের রোজ গোল্ড দিয়ে। এর বাজার মূল্য ৮০ হাজার মার্কিন ডলার। ভারতীয় টাকায় প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি।

তবে এদিকে নোরার হাতে এই দামি ঘড়ি দেখে নেটিজেনদের একাধিক মন্তব্য কমেন্টে। অনেকে টেনে এনেছেন নোরা ফাতেহির কথিত প্রেমিক সুকেশের নামও। একজন লিখেছেন, ঘড়িটি সুকেশ তাকে উপহার দিয়েছেন। অপরজন লিখেছেন, সুকেশের থেকে এই দামি ঘড়ি চুরি করেছেন নোরা।