Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Kolkata Resorts | Monsoon | বর্ষায় দূরে যেতে চাইছেন না? ঘুরে আসুন কলকাতার আশেপাশের এই রিসর্টগুলো থেকে

Updated : 20 Jul, 2023 11:33 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: বর্ষাকাল মানেই যখন তখন বৃষ্টি। অনেকই আছেন যাঁরা বর্ষায় ঘুরতে যেতে ভালোবাসেন। কিন্তু সময় নেই হাতে, অথাবা এমন সময় গাড়ি চালিয়ে বেশি দূরে ঘুরতে যেতেও চাইছেন না! দাঁড়ান চিন্তা নেই। তারও উপায় আছে। দূরে না গিয়ে ঘুরে আসুন না, কলকাতার কাছেই এমন কিছু রিসর্ট থেকে। সপ্তাহান্তে ঘুরে আসতেই পারেন কলকাতার কাছেপিঠেন এই রিসর্টগুলো থেকে।

রাজবাড়ী বাওয়ালি 
একটি শান্তিপূর্ণ গ্রামীণ পরিবেশে অবস্থিত  রাজবাড়ি বাওয়ালি একটি ঐতিহ্যবাহী রেসর্ট। যা গ্রামীণ বাংলার খাঁটি অভিজ্ঞতা দেবে আপনাকে। মনোমুগ্ধকর খোলামেলা উঠোন এবং বাহারি গাছপালার বাগানে ঘেরা এই রিসর্ট। যা সপ্তাহান্তে ছুটির জন্য একেবারে আদর্শ। এটিতে একটি আউটডোর পুল, একটি স্পা এবং একটি রেস্তোরাঁ রয়েছে। পাশাপাশি এখানে সুস্বাদু স্থানীয় খাবার পরিবেশন করা হয়। রিসর্টটি কলকাতা থেকে মাত্র ২ ঘন্টা দূরত্বে এবং সুন্দরবনের ম্যানগ্রোভ বনের কাছাকাছি অবস্থিত।

রাজকুটির 
রাজকুটির কলকাতার একটি বিলাসবহুল বুটিক হোটেল বলা যায়। ঔপনিবেশিক ও সমসাময়িক স্থাপত্যের এক মুগ্ধকর মিশ্রণ দেখাযায় এখানে। বাংলার ১৯ শতকের জমিদারি যুগের সাংস্কৃতিক প্রভাবকে তুলে ধরা হয়েছে। হোটেলটিতে রাজকীয় আসবাবপত্র এবং প্রাচীন শিল্পকলা সহ দুর্দান্ত নকশা করা। এইখানে ২টি রেস্তরাঁ রয়েছে। একটি রেস্তোরাঁ ‘ইস্ট ইন্ডিয়া রুম’ রান্নার একটি অনন্য মিশ্রণ পরিবেশন করে যা ফরাসি, ইতালীয় এবং পাশ্চাত্য রান্নার তুলে ধরে। পাশাপাশি এখানে রয়েছে কটি বারও। যেখানে বিয়ার এবং ককটেলের নানা ধরনের স্বাদ আপনি পাবেন।

এফ ফোর্ট রিসর্ট
রায়চকে নদীর ধারে অবস্থিত এই সুন্দর রিসর্টটি। শান্ত নিরিবিলি এই জায়গায় আপনি অনায়াসে দু’দিন কাটিয়ে দিতে পারবেন। আর এই মনোরম পরিবেশ আপনার মন ও চোখকে শান্তি দেবে। সারা সপ্তাহের ক্লান্তি কাটিয়ে মনকে চনমনে করে তুলবে প্রাণবন্ত পরিবেশ। বাড়তি পাওনা এই রিসর্টে্র সুইমিং পুল। এছাড়াও রয়েছে  বিভিন্ন বিনোদনমূলক ক্রিয়াকলাপ। এই রিসর্টের ঠিকানা কলকাতা থেকে মাত্র ৫২ কিলমিটার দূরত্বে।

বৈদিক ভিলেজ
শহরের কাছেই কোলাহল থেকে অনেক দূরে রয়েছে শান্ত, নিরিবিল পরিবেশে অবস্থিত বৈদিক ভিলেজ। এখানে আপনি একেবারে নিশ্চিন্তে এক-দুই দিন সময় কাটাতে পারবেন। পাশপাশি ঘোড়ায় চড়া, তিরন্দাজি, সাঁতার, হকির মতো খেলার সুযোগ রয়েছে এই রিসর্টে। চাইলে সমস্ত আধুনিক সুযোগ-সুবিধাযুক্ত মাটির বাড়িতেও থাকতে পারেন।টিয়ে আসতেই পারেন। কলকাতা থেকে বৈদিক ভিলেজের দূরত্ব ২৬ কিলোমিটার।

সুন্দরবন টাইগার ক্যাম্প
যদি আপনার হাতে একটু সময় থাকে তাহলে শহর থেকে একটু দূরে সোঁদা মাটি, নোনা জলের গন্ধ উপভোগ করতে চলে যান সুন্দরবন টাইগার ক্যাম্পে। সপ্তাহান্তে দু’দিনের ছুটিতে বাঘ দেখতে যেতেই পারেন এই রিসর্টে। ভাগ্য সহায়ক হলে দেখাও মিলতে পারে বাঘ মামার। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সুস্বাদু খাবার মিলবে। দু’দিনের ছুটি কাটানোর পক্ষে আদর্শ একোটি জায়গা এটি। যাঁরা পাখি দেখতে পছন্দ করেন, তাঁদেরও ভাল লাগবে এই রিসর্ট। চাইলে নৌকা করে ঘুরে আসতে পারেন আশপাশের অঞ্চল। কলকাতা থেকে সড়কপথে রিসর্টের দূরত্ব ৯৫ কিলোমিটার।