
Instagram | ইনস্টাগ্রামে সময় দিলেই মিলছে টাকা, পদ্ধতি জানা আছে?
ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহারকারীর জন্য বিশেষ সুবিধা দিচ্ছে বিটা (Beta)। ছবি, রিলস (Reels) আপলোড (Uppload) করার পাশাপাশি এবার থেকে অর্থ উপার্জনও করতে পারবেন অনায়াসে। ইনস্টাগ্রামে যেসব ব্যবহারকারীর ফলোয়ার ১ হাজার থেকে ১ হাজার ২০০। যাদের পোস্ট কয়েক হাজার মানুষের কাছে পৌঁছায়, তাঁরাও পাবেন অর্থ উপার্জনের এই বিশেষ সুযোগ।
পরীক্ষামূলকভাবে বিটা ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। ডব্লিউওয়াইএলডি একটি ফিনটেক এবং মার্কেটিং কোম্পানি। এই সংস্থা প্রযুক্তির সাহায্যে ফিনান্সিয়াল ও মার্কেটিং সল্যুশন দেয়। যার মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর জন্য ‘সোশ্যাল কারেন্সি পেমেন্ট কার্ড’ চালু করেছে ইনস্টাগ্রাম। একেই ডব্লিউওয়াইএলডি বলা হচ্ছে। এই পেমেন্ট কার্ডটি ভিসা দ্বারা চালিত। কমপক্ষে ১ হাজার ফলোয়ার থাকলেই পাওয়া যাবে এটি।
ডব্লিউওয়াইএলডি স্কোর গণনা করার জন্য, কোম্পানি ব্যবহারকারীদের পোস্টের ফ্রিকোয়েন্সি, এর রিচ পরীক্ষা করে। পাশাপাশি পোস্টে কেমন প্রতিক্রিয়া আসছে বা লোকে কতক্ষণ তা দেখছে তার ভিত্তিতে ডব্লিউওয়াইএলডি স্কোর হয়। এই কার্ড দিয়ে কেনাকাটাও করা যাবে। এরপর নিজের কেনাকাটা সম্পর্কিত পোস্টটি ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে। এই পোস্টে যে ধরনের এনগেজমেন্ট আসবে তার উপর নির্ভর করে, ব্যবহারকারীদের ৩০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। এই ব্র্যান্ড প্রোমোশনের মধ্যে যেমন রয়েছে ফ্যাশন, মেকআপ তেমন রেস্তোরাঁ, ইলেকট্রনিক্সও।