Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

এবার এক্স ব্যবহার করতে গুনতে হবে টাকা

Updated : 20 Oct, 2023 7:46 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Subhadeep Banerjee

টুইটার, ইলোন মাস্ক, এক্স , এই নামগুলি একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। এই সামাজিক মাধ্যমগুলিকে নিয়ে বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ার নয়। বিশেষ করে টুইটারের মালিকাধীন পাওয়ার পর কঠোর সব পদক্ষেপ নিচ্ছেন ইলন মাস্ক। যা এক্স ব্যবহারকারীদের নানান ঝামেলায় ফেলছে। আর এবার ফের এক নতুন সংবাদ নিয়ে এলেন তিনি। জানিয়ে দিলেন, এক্স অর্থাৎ টুইটার এখন থেকে আর বিনামূল্যে ব্যবহার করতে পারবেন না।

এমনকী এখন টুইটারে অ্যাকাউন্ট খুললেই দিতে হবে টাকা। আগে ব্লু টিক পাওয়ার জন্য নির্দিষ্ট সাবস্ক্রিপশন চালু করেছিল সংস্থা। এবার অ্যাকাউন্টে কিছু পোস্ট করার আগেই দিতে হবে ১ ডলার। নতুন এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে ‘নট অ্যা বট’। বট ইউজার রুখতেই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

সম্প্রতি বট বা রোবট ব্যবহারকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে সংস্থাটি। আর গতবছর টুইটার কেনার সময়ই বট ব্যবহারকারী চিহ্নিতকরণের দাবি তুলেছিলেন ধনকুবের।

এই ‘নট অ্যা বট’ একটি সাবস্ক্রিপশন ভিত্তিক মডেল। এর জন্য ১ ডলার ব্যায় করতে হবে ব্যবহারকারীদের। তবে পুরনো ব্যবহারকারীদের এই চার্জ দিতে হবে না।