Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

দেখা হলেই বাবার পা ছুঁতেন মোদি, বললেন প্রণবকন্যা

Updated : 7 Dec, 2023 5:19 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) মধ্যে একটি ‘অদ্ভুত’ সম্পর্ক ছিল বলে জানিয়েছেন প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (Sharmistha Mukherjee)।  যখনই দেখা হত বাবার প্রায় হাত দিয়ে প্রণাম করেছেন মোদি। সততা এবং মনখোলা ভাব নিয়েই মোদী তাঁর বাবার পায় হাত দিতেন বলে উল্লেখ করেছেন তিনি। বাবাকে নিয়ে লেখা শর্মিষ্ঠার স্মৃতিচারণমূলক বই ‘ইন প্রণব, মাই ফাদার: এ ডটার রিমেম্বার্স’ গ্রন্থে তাঁর বাবার বিস্তারিত জীবন কাহিনি বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, তাঁকে প্রধানমন্ত্রী না করার জন্য বাবার মধ্যে সোনিয়া গান্ধীর প্রতি কোনও বিদ্বেষ ছিল না। এমনকী মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করার জন্য তাঁর মধ্যে বিরোধিতার মনোভাব ছিল না।

এ বিষয়ে শর্মিষ্ঠা জানিয়েছেন, ‘বিজেপি নেতা  শ্রদ্ধার নিদর্শন হিসাবে সব সময় কংগ্রেসের প্রবীণ নেতার পা ছুঁয়ে প্রনাম করতেন।’ প্রধানমন্ত্রী মোদি এই কাজটি সততার সঙ্গে প্রকাশ্যেই করতেন বলে জানিয়েছেন শর্মিষ্ঠা। তিনি আরও জানান, তাঁর বাবা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সময় নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে খুব ভালো করেই ওয়াকিবহাল ছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদিকে তিনি বলেছিলেন, ভিন্ন মতাদর্শের হলেও তিনি তাঁর শাসনে কখনো হস্তক্ষেপ করবেন না।