Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Odisha Train Accident | করমণ্ডল দুর্ঘটনার জের, আজও বাতিল একাধিক ট্রেন, দেখুন তালিকা

Updated : 12 Jun, 2023 9:28 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

ভুবনেশ্বর: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার (Coromandel Express Accident) ৯ দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও স্বাভাবিক হয়নি দক্ষিণ-পূর্ব রেলের দূরপাল্লা ট্রেন (Train) চলাচল। প্রতিদিনই বাতিল হচ্ছে একাধিক ট্রেন (Train Cancelled)। এই বাতিল হওয়া ট্রেনের মধ্যে একদিকে যেমন আছে পুরী যাওয়ার ট্রেন। তেমনি আছে চেন্নাই যাওয়ার ট্রেনও। স্বাভাবিকভাবেই একের পর এক ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়ছেন যাত্রীরা। পাশাপাশি, একাধিক ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। 

দক্ষিণ পূর্ব রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১২ জুন সোমবারএবং ১৩ জুন মঙ্গলবার এই দুই দিন মিলিয়ে মোট ৩২টি ট্রেন বাতিল করা হয়েছে।  সোমবার বাতিল করা হয়েছে এর্নাকুলাম-হাওড়া এক্সপ্রেস। মঙ্গলবার খড়্গপুর-ভদ্রক মেমু স্পেশাল এবং ভদ্রক-খড়্গপুর মেমু স্পেশাল বালেশ্বর পর্যন্ত চলবে।

মঙ্গলবারের বাতিল ট্রেনগুলি হল— শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, শালিমার-বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস, খড়্গপুর-জাজপুর কেওনঝাড় রোড এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-শ্রী এম বিশ্বেশ্বরায় টার্মিনাল এক্সপ্রেস, শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, বালেশ্বর-ভুবনেশ্বর স্পেশাল, জলেশ্বর-পুরী মেমু স্পেশাল, খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস, বাংরিপোসি-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস।

এছাড়াও বাতিল থাকবে- জাজপুর-কেওনঝাড় রোড-খড়্গপুর এক্সপ্রেস, ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল, পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস, পুরী-জলেশ্বর মেমু স্পেশাল, পুরী-বাংরিপোসি সুপারফাস্ট এক্সপ্রেস, খুরদা রোড-খড়্গপুর এক্সপ্রেস, ভুবনেশ্বর-বালেশ্বর স্পেশাল, শালিমার-পুরী গরিবরথ এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস, সম্বলপুর-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস, পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস, হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস, ভিল্লুপুরম-খড়্গপুর এক্সপ্রেস ছাড়া, 

পাশাপাশি, যোগ নগরী ঋষিকেশ-পুরী এক্সপ্রেস এবং পুরী-যোগ নগরী ঋষিকেশ এক্সপ্রেস মঙ্গলবার ঝাড়সুগুরা রোড-সম্বলপুর দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া, ওই দিন আনন্দবিহার টার্মিনাল-ভুবনেশ্বর এক্সপ্রেস চান্ডিল-কান্দ্রা-সিনি-ঝড়সুগুরা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেনটি কান্দ্রা এবং সিনি স্টেশনে দাঁড়াবে। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এখনও বেশ কিছু কাজ বাকি আছে৷ সেটা দ্রুত শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

উল্লেখ্য, ২ জুন শুক্রবার সন্ধ্যায় বালেশ্বর থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের অদূরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। মালগাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে বেলাইন হয়ে যায় আপ করমণ্ডল এক্সপ্রেস। ইঞ্জিন-সহ ৩টি বগি বাদ দিয়ে বাকি কামরাগুলি একেবারে দুমড়ে-মুচড়ে চারদিকে ছিটকে পড়ে। সেই সময় ডাউন লাইনে যশবন্তপুর এক্সপ্রেস চলে আসায় সেটিও ক্ষতিগ্রস্ত হয়। তারপর সময় যত এগোয়, ততই হতাহতের সংখ্যা বাড়তে থাকে।