Placeholder canvas
কলকাতা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ |
K:T:V Clock

দুর্গাপুজোয় পাহাড়ি গ্রামে ছুটি কাটাতে চান? লিস্টে রাখুন এই অফবিট জায়গাগুলি

Updated : 31 Aug, 2023 11:15 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: সামনেই পুজোর (Pujo) ছুটি (Holiday)। আর ছুটি মানেই ঘুরুঘুরু মন। একটু নিরিবিলিতে আর পরিবারের সঙ্গে সময় কাটাতে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আপনাদের জন্য রইল কয়েকটি অফবিট ডেস্টিনেশনের খোঁজ। ভ্রমণপিপাসু মানুষের যদি পাহাড় পছন্দ হয় তাহলে আপনি উত্তরবঙ্গ এবং সিকিমের বিভিন্ন পাহাড়ি গ্রামে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এতে আপনার বাজেটেও টান পড়বে না, পাশাপাশি পুজোর ছুটি পাহাড়ের কোলে কাটাতে পারবেন। কোথায় কোথায় যাবেন, কীভাবে ট্যুর প্ল্যান করবেন, সমস্ত কিছুই জেনে নিন আজকের প্রতিবেদনে। 

তিমবুরে- উত্তরবঙ্গের জনপ্রিয় ডেস্টিনেশন শ্রীখোলা থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্বে তিমবুরে। তবে নিউ জলপাইগুড়ি থেকেও সরাসরি পৌঁছে যাওয়া যায় তিমবুরে। ৬,৫৫০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি গ্রামে মূলত বাস নেপালিদের। নেপালি জনজীবনে কাছ থেকে দেখতে হলে দু’দিন কাটিয়ে আসতে পারেন তিমবুরে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শ্রীখোলা নদী। তিমবুরে রাত কাটানোর জন্যও রয়েছে বেশ কয়েকটি হোমস্টে এবং লজ।

তিনচুলে- পাহাড় ও জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়ি জনপদ তিনচুলে। ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থায় তিনচুলে দার্জিলিং থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরত্বে অবস্থিত। তিনচুলের মূল আকর্ষণ হল অর্কিডের বাগান। এছাড়াও এই পাহাড়ি গ্রাম ঘেরা সবুজ চা বাগানে। তিনচুলেকে ঘিরে রয়েছে ছয়টি চা বাগান। এছাড়াও এই গ্রামে রয়েছে এক প্রাচীন মনেস্ট্রি। তিনচুলেতে থাকার জন্য বেশ কিছু হোমস্টে পেয়ে যাবেন।

চারখোল- রেলি নদীর অববাহিকায় সামালবং অঞ্চলের ছোট্ট পাহাড়ি গ্রাম চারখোল। চারদিক খোলা চারখোলে মূলত বাস লেপচাদের। প্রায় ৩,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত চারখোলকে ঘিরে রয়েছে পাইন, সাইপ্রাস, ওক, শাক, গুরাস। আর এখান থেকে দেখা মেলে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার। নিউ জলপাইগুড়ি-সেবক-বাগরাকোট হয়ে চারখোল পৌঁছাতে গেলে প্রায় ৮০ কিলোমিটার পথ অতিক্রম কররে হবে। আর কালিম্পং থেকে চারখোলের দূরত্ব মাত্র ৩৪ কিলোমিটার। চারখোলে রাত কাটানোর জন্য এখানে অনেকগুলোই রিসর্ট, হোমস্টে রয়েছে।

রিকিসুম- রঙিন ফুলের মেলা আর পাইনে ঘেরা ছোট্ট পাহাড়ি জনপদ রিকিসুম। প্রায় ৬,৩০০ ফুট উচ্চতায় এই নিঝুমপুরে হিমেল হাওয়া আর মেঘেদের আনাগোনা লেগে থাকে। রিকিসুমে দাঁড়িয়ে ভুটান, তিব্বত, সিকিম, দার্জিলিং এবং নেপালের হিমালয়ের নামী-অনামী শৃঙ্গের প্যানোরমিক ভিউ দেখা যায়। আর হিমালয়ের পাখিদের যাতায়াত তো লেগেই রয়েছে এই রিকিসুমে। নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং, আলগাড়া হয়ে আপনাকে রিকিসুম পৌঁছাতে হবে। দূরত্ব পায় ৮৮ কিলোমিটার। রিকিসুমে থাকার জায়গা বলতে হাতেগোনা কয়েকটা হোমস্টে। তাই আগে থেকে বুকিং করে গেলে সুবিধা হবে।