দোল ও হোলির দিন শহরের রাস্তায় বিশেষ নজরদারি কলকাতা পুলিশের
কলকাতা: দোল ও হোলির দিন শহরের রাস্তায় মোতায়েন থাকবে কলকাতা পুলিশ। রাজ্য প্রশাসনের তরফেও থাকবে বিশেষ সতর্কতার ব্যবস্থা। ওইদিনে তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে শহরে। ৭০টি ঘাটে প্রস্তুত করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকেও। প্রতিটি ঘাটে বিশেষ ভাবে নজর রাখবে সংশ্লিষ্ট থানার অফিসাররা। ২৫ ও ২৬ মার্চ রাস্তায় থাকছে ২৬ জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার, সাব- ইনস্পেকটর পদমর্যাদা অফিসারেরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন থাকবে। কোনও অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য কড়া নজরদারি চলবে। ৩৫০টি পিকেট তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায়।
পাশাপাশি ৫৮টি পিসিআর ভ্যান, ৪৪টি মোটর সাইকেল পেট্রোলিং বাহিনীও শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে নজরদারি চালাবে। সকালে ২৭টি ও রাতে ১৯টি এইচআরএফএস (HRFS), মহিলাদের নিরাপত্তার জন্য শহর থাকবে উইনার্স বাহিনী। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত পিসিআর ভ্যানও। শহরের বিভিন্ন ঘাটে এই ভ্যান নিয়ে নজরদারি চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর।