Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

‘ভিঞ্চিদা’-র সিক্যুয়াল আনছেন সৃজিত!

Updated : 2 Feb, 2024 7:14 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: এই মুহূর্তে সুপারস্টার দেবের সাথে ‘টেক্কা’ শুটিং-এ ব্যস্ত আছেন টলিপাড়ায় জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। তার মাঝেই খবর এসেছে, টেক্কা-র কাজ শেষ করেই নতুন ফেলুদা সিরিজ ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এ হাত দেবেন পরিচালক। টলিপাড়া সূত্রে খবর, আগামী মার্চ থেকেই নাকি শুটিং শুরু করবেন সৃজিত। আর এবার জানা যাচ্ছে, খুব শীঘ্রই নতুন আরও এক ছবির ঘোষণা করতে চলেছেন সৃজিত।

জানা যাচ্ছে, নতুন এই ছবিতে বড় চমক দিতে চলেছেন পরিচালক। শোনা যাচ্ছে, সৃজিতের নতুন এই ছবিতে নাকি মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) এবং রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)-কে। ‘ভিঞ্চিদা’ (Vinci Da)-র সিক্যুয়েল হতে চলেছে এই ছবি। থ্রিলারই ঘরানার এই ছবির গল্পে নাকি থাকবে একাধিক চমক। ছবিতে দেখা যেতে পারে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)-কেও। যদিও নতুন এই ছবি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি সৃজিত।

Tags: