Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Moyna Incident | ময়নার বিজেপি নেতা মৃত্যুতে গ্রেফতার ১

Updated : 4 May, 2023 4:46 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Monojit Malakar

ময়না: ময়নায় (Moyna) বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়া মৃত্যুতে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মিলন ভৌমিক। তিনি গোড়ামহল পঞ্চায়েতের সদস্য ও প্রাক্তন বুথ সভাপতি ছিলেন। বুধবার মধ্যরাতে মেয়ের বাড়ি বলাইপণ্ডা থেকে তাঁকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়। ঠিক কী কারণে বিজয়কৃষ্ণকে খুন করা হয়েছে এবং এই আরও কেউ যুক্ত রয়েছেন কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।

বিজেপি-র বুথ সভাপতিকে অপহরণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত থেকেই উত্তপ্ত ময়না৷ এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে ময়নায় পথ অবরোধ করে বিজেপি৷ শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, গত পঞ্চায়েত নির্বাচনে ময়নায় বিজেপি প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে দেয়নি তৃণমূল৷ কারচুপি করে ভোটে জিতেছে তারা৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনে ময়না থেকে জয়ী হন বিজেপি প্রার্থী অশোক দিন্দা৷ পঞ্চায়েতে নির্বাচনে জেতার পর থেকেই তৃণমূলের অত্যাচার বেড়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে ফের এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে তৃণমূল এই ধরনের হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে বিরোধী দলনেতা।

বিজেপির দাবি, সোমবার রাতে বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে তাঁর স্ত্রীর সামনে মারধর করে দুষ্কৃতীরা। তারপর তাঁকে তুলে নিয়ে যায়। গভীর রাতে বাড়ির এলাকা থেকে কিছুটা দূরে তাঁর দেহ উদ্ধার করে দলের কর্মীরা। মনে করা হচ্ছে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। পাশাপাশি অপহরণ করা হয়েছে সঞ্জয় তাঁতি নামে আরও এক বিজেপি কর্মীকে। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি।