Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

মুক্তি পেল টিজার, আসছে ‘অঙ্ক কি কঠিন’

Updated : 29 Jul, 2024 2:16 PM
AE: Samrat Saha
VO: Rachana mandol
Edit: Silpika Chatterjee

তিন খুদের স্বপ্ন পূরণের গল্প নিয়ে আসছে সৌরভ পালোধির পরবর্তী (Saurav Palodhi) নতুন ছবি ‘অঙ্ক কি কঠিন’ (Onko Ki Kothin)। এর আগে ‘কলকাতায় কলম্বাস’ পরিচালনা করেছিলেন সৌরভ। ‘চলচ্চিত্র সার্কাস’ এবং ‘বিবাহ ডায়েরিজ’-এর মতো ছবির চিত্রনাট্যও তাঁর লেখা। গত বছর তাঁর পরিচালিত ‘খোলামকুচি’ ওয়েব সিরিজটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। আর এবার রানা সরকারের প্রযোজনায় আসছে এই ছবি।

এই ছবির হিরো তিন শিশু। যাদের মধ্যে একজন বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন ইঞ্জিনিয়র, আরেকজন মায়ের মতো নার্স হতে চায়। তবে এদের স্বপ্নগুলো বড় হলেও, বেড়ে ওঠা নিম্নবিত্ত পরিবারে। পড়াশোনা এক সাধারণ সরকারি অবৈতনিক স্কুলে। রাজারহাটের এমন এক অঞ্চলে এরা থাকে, যেখানে শহর কলকাতার বড় বড় গাড়ি, বড় বড় বাড়ির ভিড়ের মাঝে থেকেও খুবই সাধারণ। যেখানের দিন আনা দিন খাওয়া মানুষগুলো প্রতিনিয়ত তাদের জীবনের অঙ্ক মেলাতে ব্যস্ত।