কিছু টিভি বিতর্ক, অ্যাঙ্করকে বয়কট করবে ইন্ডিয়া জোট
নয়াদিল্লি: কিছু প্রচারমাধ্যমের উপর বিরূপ বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট তাদের অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। কিছু টিভি সংবাদ পাঠক বা পাঠিকা এবং অনুষ্ঠানে অংশ নেবে না বিরোধীরা। কোন কোন অ্যাঙ্কর এবং বিতর্কসভায় অংশ নেওয়া হবে না, তার একটি তালিকাও তৈরি করেছেন জোটের নেতারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে সমন্বয় কমিটি বলেছে, তাদের প্রচারমাধ্যম সংক্রান্ত কমিটি সেইসব অ্যাঙ্কর এবং অনুষ্ঠানের তালিকা তৈরি করেছে।
বুধবার দিল্লিতে এনসিপি নেতা শারদ পাওয়ারের বাড়িতে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিরোধী নেতারা লাগাতার প্রচার মাধ্যমের উপর সরকারি আগ্রাসনের অভিযোগ তোলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময়েও প্রচারমাধ্যমের আলো তেমনভাবে পড়েনি। বরং কিছু প্রচারমাধ্যম বিরূপ প্রচারও করেছিল বলে অভিযোগ।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, বড় সংবাদমাধ্যমগুলি রাহুল এবং ভারত জোড়ো যাত্রাকে বয়কট করেছিল। সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ নেতাই এবার গোদি মিডিয়ার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার মনস্থ করেছেন। গেহলট বলেন, রাহুলের প্রচারযাত্রায় লক্ষ লক্ষ মানুষ শামিল হয়েছিলেন। আপনারা সেই প্রচার দেখাতে পারেননি! সম্পাদকদের প্রতি সরাসরি আমার অভিযোগ এটাই। উল্লেখ্য ২০১৯ সালের মে মাসে কংগ্রেস প্রায় মাসখানেক টেলিভিশন অনুষ্ঠান বয়কট করেছিল। ঠিক সেই ভাবে এবারেও কিছু টিভি বিতর্কে বিরোধীদের অংশগ্রহণ বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।