Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

অস্কারের দৌড়ে সামিল ‘পুতুল’ নিয়ে পরিচালক ইন্দিরা

Updated : 13 Dec, 2024 6:03 PM
AE: Krishnendu Bala
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

কলকাতা: অস্কারে (Oscar) ‘পুতুল’ ছবির গান। ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের (Indira Dhar Mukkherjee) প্রথম ছবি ‘পুতুল’। আগামী ২৭ ডিসেম্বর বাংলায় মুক্তি পাবে পুতুল। ২০২৫ সালের অ্যাকাডেমি পুরস্কারে সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছে ‘পুতুল’ ছবির ‘ইতি মা’ গানটি (Iti Maa- Putul Song )। অস্কারের দৌড়ে সামিল হয়েছে এই গান। নিজের লড়াইয়ের কথা সবার সঙ্গে ভাগ করলেন পরিচালক।

‘ইতি মা’ গানটি (Iti Maa- Putul Song ) ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) গাওয়া, সুর সায়ন গঙ্গোপাধ্যায়। এই প্রথম কোনও বাংলা গান অস্কারের তালিকায় জায়গা করে নিল। কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে নিয়েছিল বঙ্গললনার হাতে তৈরি ‘পুতুল’। ইন্দিরা বললেন, ”যখন গানটা তৈরি হচ্ছিল, তখন ভাবতেই পারিনি অস্কারে মনোনীত হবে। এই প্রথম কোনও বাংলা গান অস্কারে মনোনয়ন পেল। এই গান ইতিহাস তৈরি করল। তিনি আরও বলেন, অস্কারে অরিজিনাল ট্র্যাক এবং সেরা আবহসঙ্গীততে মনোনয়ন পেয়েছি। আগেবপ্রবণ হয়ে পরিচালক জানান, “আমি একদিকে যেমন খুশি, সেরকম এই মুহূর্তে কিছুটা মন খারাপ রয়েছে। আগেবপ্রবণ হয়ে পরিচালক জানান, “আমি একদিকে যেমন খুশি, সেরকম এই মুহূর্তে কিছুটা মন খারাপ রয়েছে। আমায় গয়না বেচতে হয়। সব গয়না বিক্রি করে ছবিটা শেষ করেছি আমি।” ইন্দিরার কথায়, ”বাংলার সব জায়গায় পৌঁছে দিতে চাই এই ছবি।