Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

বয়স বাড়লে কমছে উচ্চতা, কাদের ঝুঁকি বেশি?

Updated : 9 Jan, 2024 8:41 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

অস্টিয়োপোরোসিস রোগে আক্রান্ত হলে কমে যেতে পারে উচ্চতা। মূলত চাকতির মতো ডিস্ক জলশূন্য হয়ে পড়ার কারণেই মেরুদণ্ডের দৈর্ঘ্য কমে যায়। তবে মেরুদণ্ডে বহুস্তরীয় চিড় ধরলেও এমন হতে পারে।বয়স চল্লিশ পেরিয়ে গেলে যা আরও বেড়ে যায়।

বয়স বাড়লে হাড়ের ক্ষয় হয়। হাড়ের যে রোগগুলি সবচেয়ে বেশি মানুষকে আক্রমণ করে, তার মধ্যে অন্যতম অস্টিয়োপোরোসিস। বিশেষজ্ঞরা বলেছেন, প্রাথমিক ভাবে বিশেষ কোনও উপসর্গ না থাকলেও, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিঠে তীব্র ব্যথা শুরু হয়। কমে যেতে পারে দেহের উচ্চতা। মূলত চাকতির মতো যে হাড় বা ডিস্ক থাকে, তা জলশূন্য হয়ে পড়ার কারণেই মেরুদণ্ডের দৈর্ঘ্য কমে যায়। তবে মেরুদণ্ডের হাড়ের বহুস্তরীয় চিড় ধরলেও এমন হতে পারে। বয়স চল্লিশ পেরিয়ে গেলে এই রোগ আরও বেড়ে যায়। এই সমস্যা মোকাবিলার সবচেয়ে মোক্ষম হাতিয়ার হল সঠিক খাওয়াদাওয়া।