Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

রাঁচির কংগ্রেস সদস্যর বাড়িতে প্রায় ২৫০ কোটি টাকা উদ্ধার

Updated : 9 Dec, 2023 11:53 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

রাঁচি: ওড়িশার (Odisha) একাধিক জায়গায় টানা তিনদিন ধরে আয়কর তল্লাশিতে উদ্ধার প্রায় ২৫০ কোটি টাকা। গত বুধবার আয়কর দফতর হানা দিয়েছিল কংগ্রেসের (Congress) রাজ্যসভা সদস্য সাংসদ ধীরজ সাহুর বাড়িতে। সেখান থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, আজ, শনিবারও সাংসদের বাড়ি থেকে বস্তা ভর্তি টাকা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা টাকা গোনার জন্য মেশিন আনা হয়। আসেন ব্যাঙ্কের প্রায় ৩০ জন কর্মী।

ওড়িশার একাধিক জায়গায় শনিবার দুপুরেও তল্লাশি চলে। বৃহস্পতিবার ২০০ কোটি টাকা গোনা সম্ভব হয়েছিল। শুক্রবার আরও ২৫ কোটি টাকা গোনা হয়। মেশিনের সংখ্যা কম থাকায় টাকা গুণতে সময় লাগছে। টাকা ভর্তি প্রায় ১৫০টি প্যাকেট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান শাখায় নিয়ে যাওয়া হয়েছে।