Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

ভোটের আগেই বড় ধাক্কা, বাতিল ইমরানের মনোনয়নপত্র

Updated : 1 Jan, 2024 9:09 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

পাকিস্তান: ২০২৩-এর অগাস্টে জেলবন্দি হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। বিস্ফোরক তোশাখানা মামলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি প্রধানমন্ত্রী পদে থাকাকালীন তিনি রাষ্ট্রপ্রাপ্ত উপহার বিক্রি করে দিয়েছিলেন, এমনও অভিযোগ রয়েছে। গত বছর পাকিস্তান সরকার থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ব্যাপক প্রতিকূলতার মুখে রয়েছেন ইমরান ও তাঁর দল পিটিআই (Pakistan Tehreek-e-Insaf)। তিনিসহ দলের অনেক নেতা এখন কারাগারে।

এমতাবস্থায় ২০২৪-এ পাকিস্তানের জাতীয় নির্বাচনে (Pakistan Election 2024) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে পাঞ্জাব প্রদেশের লাহোর ও মিয়ানওয়ালি শহরের আসন দুটি থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। শনিবার আঞ্চলিক নির্বাচন কমিশনের (Election Commission of Pakistan) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি, পাকিস্তানের নির্বাচনকে সামনে রেখে ইমরান লাহোরের এনএ-১২২ ও মিয়ানওয়ালির এনএ-৮৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেই মনোনয়নপত্রই বাতিল হয়েছে।