Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

পাকিস্তান পুলিশে প্রথম মহিলা হিন্দু পুলিশকর্তা

Updated : 27 Dec, 2023 7:37 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

করাচি: পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা পুলিশকর্তা। হিন্দু পরিবারের মেয়ে মনীষা রোপেতা পাক পুলিশের উচ্চপদ পেয়ে নজির গড়লেন। তাঁর বড় হওয়া পাকিস্তানের জেকবাবাদের এক মধ্যবিত্ত পরিবারে। তাঁর অন্যান্য ভাইবোনেরাও উচ্চ শিক্ষিত। তাঁরা সকলে ডাক্তারি পড়ছেন। এমবিবিএস পরীক্ষায় বসেছিলেন মনীষাও। তবে এক নম্বরের জন্য ছিটকে যান তিনি। এরপরই সিভিল সার্ভিসের পরীক্ষায় বসে উত্তীর্ণ হন।

পাকিস্তানি মহিলাদের উপর নির্যাতন প্রায়  হয়ে আসছে। তাঁর লক্ষ্য লিঙ্গবৈষম্য মিটিয়ে মহিলাদের অধিকার দেওয়ার তিনি চেষ্টা করবেন। তবে তাঁর লড়াই যে খুব একটা সহজ হবে তা কিন্তু নয়। একজন মহিলা হয়ে তাও আবার সংখ্য়ালঘু সম্প্রদায়ের প্রশাসনিক শীর্ষ পদে বিশেষত পুলিশ বিভাগে টিঁকে থাকাটাই মস্ত বড় চ্য়ালেঞ্জের।

মনীষা বলেন, ছোট থেকে আমাদের বাড়িতে আমার ভাই বোনেদের শিক্ষক অথবা চিকিৎসার জন্য ঠেলে দেওয়া হয়েছে।। তবে অন্য কিছু চেয়েছিলাম আমি। তাই সিভিল সার্ভিস পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করি। আজকের এই সফল আগামী প্রজন্মের মেয়েদেরও অনেক সাহায্য করবে।